ধামাকার শীর্ষ কর্মকর্তা ও তাদের স্বজনরা মিলে গ্রাহক ও মার্চেন্টদের ৪৭০ কোটি টাকা সরিয়ে নিয়েছেন
- আপডেট সময় : ০১:০৩:১১ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের শীর্ষ কর্মকর্তা ও তাদের স্বজনরা মিলে গ্রাহক ও মার্চেন্টদের ৪৭০ কোটি টাকা সরিয়ে নিয়েছেন।এর মধ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন চিশতি একাই নিয়ে গেছেন ১২৯ কোটি টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে করা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ধামাকার কাছে গ্রাহকদের ৩০৩ কোটি ও মার্চেন্টদের ১৬৭ কোটি টাকা মিলিয়ে মোট পাওনা ৪৭০ কোটি টাকা। গ্রাহকদের অগ্রিম পরিশোধ করা অর্থ থেকে ৮৪ কোটি টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছে প্রতিষ্ঠানের এমডি জসিম উদ্দিন চিশতি।এছাড়া গ্রাহকদের পরিশোধিত টাকা থেকে নিজের মালিকানাধীন অন্যান্য কোম্পানিকে ২৫ কোটি টাকা ঋণ দেয়া ছাড়াও সফটওয়্যার কেনার নামে আরো ২০ কোটি টাকা আত্মসাৎ করেন চিশতি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,কোম্পানিটি গ্রাহকদের কাছ থেকে ৭৩৬ কোটি টাকা সংগ্রহ করেছে। ধামাকা শপিংয়ের ব্যাবসায়িক কার্যক্রম এখন বন্ধ। কোম্পানির রেজিস্টার্ড গ্রাহক ছিল দুই লাখের বেশি।আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী সূত্র জানায়, গত সেপ্টেম্বরে এক গ্রাহকের দায়ের করা প্রতারণা মামলায় ধামাকা শপিংয়ের সিওও সিরাজুল ইসলাম রানাসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তবে এমডি জসিম উদ্দিন বিদেশে পালিয়ে গেছেন।