ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে বগুড়ায়
- আপডেট সময় : ১২:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৬২৯ বার পড়া হয়েছে
কোটা আন্দোলন ঘিরে ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনো ছড়িয়ে-ছিটিয়ে আছে বগুড়ায়। আগুনের ঝাঁঝালো প্রকট গন্ধ এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে । পড়ে আছে ভাঙচুরের আলামত। সহিংসতার ভয়াবহতা ভুলতে পারছে না কেউ। এদিকে, এসব ঘটনায় প্রায় ১৩’শ জনের নামে মামলা হয়েছে। তবে ক্ষতিপূরণ চান হামলায় ক্ষতিগ্রস্তরা। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতিবেদন।
১৮ই জুলাই সারাদেশের মতো কোটা সংস্কার আন্দোলনকারীরা বগুড়ায় বিক্ষোভ শুরু করে। দুপুর থেকে শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ নেতা রনির ব্যক্তিগত অফিস, বিচারকদের কোয়াটার ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।এছাড়াও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পুলিশ সহ আহত হয় শতাধিক।
সেদিনের নারকীয় হামলার ক্ষতচিহ্ন এখনো মুছে যায়নি। ভয়াবহতায় আতঙ্কিত শহরবাসী। হামলায় ক্ষতিপূরণ চান ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রকৃত অপরাধীরাই যেন সাজা পায় সে ব্যবস্থা করা হবে জানালেন, স্থানীয় সংসদ সদস্য। বগুড়ায় সহিংসতায় এ পর্যন্ত থানায় ১৪ টি মামলা করা হয়েছে। আসামি করা হয়েছে বিএনপি -জামাতের প্রায় ১৩০০ জনকে । গ্রেপ্তার করা হয়েছে ১৬৭ জনকে।