ধ্বংস করার পর, আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায় : ফখরুল
- আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ধ্বংস করার পর, আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে চায়– এটা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরের গণসমাবেশে তিনি বলেন, বিরোধী দলকে গুম-খুন করে ক্ষমতায় টিকে রয়েছে তারা। তাদের বিতাড়িত করার বিকল্প নেই।
বিএনপির চলমান কর্মসুচির ধারাবাহিকতায় ফরিদপুরের কোমরপুর হাই স্কুল মাঠে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে গণপরিবহন ধর্মঘট উপেক্ষা করে দু’দিন আগেই সমাবেশস্থলে জড়ো হন বিএনপির হাজারো নেতা-কর্মী।
শনিবার সকালে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা এলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। সামনের প্রধান সড়কেও অবস্থান নেন তারা। বেলা এগারোটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় সমাবেশ।
এতে কেন্দ্রীয় নেতারা বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের পাচার করা টাকা ফিরিয়ে আনলে দেশে দুর্ভিক্ষ ঠেকানো যাবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, মেগা প্রকল্প থেকে শুরু করে বিধবা ভাতার টাকা পর্যন্ত লুট করেছে তারা।
গণতন্ত্র, ভোটের অধিকার ও অর্থনৈতিক মুক্তির লড়াই করছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে না হলে, দেশে কোন নির্বাচন হবেনা বলে জানান, তিনি।
সরকার পতনের আন্দোলনে অংশ নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।