নওগাঁর অধিকাংশ ক্লিনিক-ডায়াগনস্টিকের নেই নিবন্ধন
- আপডেট সময় : ০২:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৬৫১ বার পড়া হয়েছে
নওগাঁর অধিকাংশ ক্লিনিক-ডায়াগনিষ্টিকের নেই কোন নিবন্ধন। মরিচাপড়া বেড আর লাইটে সাজানো অপারেশন থিয়েটার। নেই চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনের চোখের সামনে ব্যবসা করছে প্রতিষ্ঠানগুলো।
মহাদেবপুর উপজেলার জননী ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্ডার এ্যান্ড জেনারেল হাসপাতাল। ২০১৮ সালের পর আর রেজিষ্ট্রেশন নবায়ন করেনি। বেহাল অপারেশন থিয়েটারে নিয়মিত অপারেশনের মধ্যে দিয়ে চলছে রমরমা ব্যবসা। একই অবস্থা বদলগাছী উপজেলার হেল্থ কেয়ার হাসপাতাল এ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের। শুধুমাত্র অনলাইনে আবেদন
করেই চলছে প্রতিষ্ঠানটি। যদিও সাইনবোর্ডে বড় করে লিখা সরকার অনুমোদিত। নওগাঁয় এখন পর্যন্ত গড়ে উঠেছে ২৭০টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার। যাদের অধিকাশই সরকারী নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে চালাচ্ছে ব্যবসা। সত্যতা স্বীকার করে এসব নিয়ে ক্ষোভ ঝেড়েছেন ক্লিনিক ডায়াগনষ্টিক সমিতির নেতারা। এমন করুন পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় সিভিল সার্জন অফিস। ঘুরে ফিরে ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন কর্মকর্তারা। গেলো মাসে শহরের হেলথ কেয়ার ল্যাবে একজন ভুয়া চিকিৎসকের খবর পায় প্রশাসন। পরে তাকে ধরে দেয়া হয় ৬ মাসের কারাদণ্ড।