নওগাঁর আত্রাইয়ে প্রতি বৃহস্পতিবার বসে বাঁশ পন্যের ঐতিহ্যবাহী হাট
- আপডেট সময় : ০১:১৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাইয়ে প্রতি বৃহস্পতিবার বসে বাঁশ পন্যের ঐতিহ্যবাহী হাট। পাওয়া যায় বাঁশের তৈরি সব কিছুই। প্লাষ্টিকের আধিপত্যকে হার মানিয়ে এখনো টিকে আছে বাঁশের তৈরি এসব পন্য। দাম কম হওয়া গ্রামের মানুষের কাছে এসব পণ্যের কদর কমেনি। এমন পণ্যের বাজার বিস্তারে সহযোগিতা দিতে চায় কৃষি বিপনন বিভাগ।
ক্রেতা- বিক্রেতার হাঁকডাকে মুখোড় নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ হাট। বাঁশ পণ্যের কেনা-বেচা চলছে পুরোদস্তুর।
খৈচালা, কুলা, ডালা, টোপাসহ অন্তত ৪০টির বেশি পন্য পাওয়া যায় এখানে। বরাক, বেথুয়া, তল্লাসহ কয়েক জাতের বাঁশ দিয়ে তৈরি এসব পন্য কিনতে নওগাঁ ছাড়াও পাশ্ববর্তী জেলার ক্রেতারা আসে। টেকশই আর কম দামের কারনে গ্রামের মানুষের কাছে এখনো জনপ্রিয় বাঁশের পন্য।
বিক্রেতারা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাঁশের দাম। তাই লাভের অংশ কিছুটা কমলেও চাহিদা কমেনি।
বর্তমান সময়ের প্লাষ্টিক পন্যের ব্যবহার বাড়ায় তা পরিবেশের জন্য হুমকি হয়ে উঠছে।এজন্য পরিবেশ বান্ধব বাঁশ পন্যের বাজার প্রসারে পদক্ষেপ নেয়ার কথা জানায় কৃষি বিপনন অধিদপ্তর।
সপ্তাহের বৃহস্পতিবার বসে ঐতিহ্যবাহী আহসানগঞ্জের বাঁশের হাট।