নওগাঁর বাজারে ফের বেড়েছে চালের দাম
- আপডেট সময় : ০৬:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নওগাঁর বাজারে ফের বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকার ভেদে প্রতিকেজি চাল বিক্রি হচ্ছে ৫ টাকা বেশিতে। এমন পরিস্থিতিতে চাল কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। খুচরা ব্যবসায়ীরা বলছেন, একশ্রেণীর মিলারের মজুদ সিন্ডিকেটের কারণে বেড়েছে চালের দাম। তবে বাজার মনিটরিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নওগাঁর খুচরা চাল বাজার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত। বর্তমানে প্রতিকেজি কাটারিভোগ ৭৫ টাকা, জিরাশাইল ৫৬ টাকা আর স্বর্নাসহ মোটা জাতের চাল বিক্রি হচ্ছে ৫২ টাকায়। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হাট থেকে সিন্ডিকেটের মাধ্যমে ধান কিনে অবৈধ মজুদ গড়েছে কতিপয় মিলার। ফলে বাজারে ধানের দাম বাড়ার সাথে বেড়েছে চালের দামও।
তবে মিল মালিকদের দাবী, সব মিলাররা অবৈধ মজুদ করেনা। কিছু কিছু মিলার অবৈধ মজুদ করে চালের বাজার অস্থির করেছে। তাই এ সব মজুদারদের মনিটরিং এর আওতায় রাখা উচিত।
এমন পরিস্থিতিতে মিল মালিকদের সাথে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণে কাজ করার কথা বলেছেন জেলা প্রশাসক।
নওগাঁর আড়ত থেকে প্রতিদিন প্রায় দেড়শ’ ট্রাক চাল দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানী হয়।