নওগাঁর মাঠগুলোতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে

- আপডেট সময় : ০৫:৪৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নওগাঁর মাঠগুলোতে এবার ভুট্টার ভালো ফলন হয়েছে। যদিও ৪ দফার বন্যায় বেশকিছু জমির ফসল নষ্ট হয়েছিল। তবে এ বছর ভুট্টার চাহিদা বাড়ায় ভালো দামও পাচ্ছেন চাষীরা। ন্যায্য দাম নিশ্চিত করতে আমদানী বন্ধ করার পরামর্শ কৃষি বিভাগের।
ভুট্টা প্রক্রিয়াজাত করতে ব্যাস্ততা বেড়েছে গ্রামীন এই নারীদের। কেউ পরিষ্কার করছেন আবার কেউ সোনালী ভুট্টা ছাড়াচ্ছেন মোচা থেকে।চাষিরা বলছেন, এ বছর প্রতি বিঘায় ফলন হয়েছে গড়ে ৩৪ মন ভুট্টা। মৌসুম জুড়েই আবহাওয়া ছিল অনুকূলে; আর পোকার আক্রমন ছিলোনা বললেই চলে। তাই বাম্পার ফলনে ধান ছেড়ে ভুট্টায় ঝুঁকছেন কৃষক।
ভুট্টা চাষে অসময়ে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পান কৃষকরা। আবার বিক্রির ঝামেলাও নেই। কারন পাইকাড়রা এসে ন্যায্য দামে কিনে নিয়েযান বাড়ি থেকে।
কৃষি বিভাগ বলছে, দেশের চাহিদা মেটাতে সাধারনত বিদেশ থেকে ভুট্টা আমদানী করা হয়। তাই ভরা মৌসুমে আমদানী বন্ধ করা গেলে চাষিদের আরও ভালো দাম দেয়া সম্ভব।
কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলার ৬ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।