নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সিএনজি আরোহী তিনজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সিএনজি আরোহী তিনজন নিহত হয়েছে।
সকালে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, সিএনজি অটোরিক্সায় কয়েকজন নওগাঁ শহরে যাচ্ছিলেন। ফেরিঘাট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরো দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। নিহতরা হলেন- রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন ও আশরাফুল ইসলাম। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।