নওগাঁয় ধানের ফলন ভালো হলেও আশাজনক দাম না পেয়ে হতাশ কৃষক
- আপডেট সময় : ০৫:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
নওগাঁয় এবার ধানের ফলন মোটামুটি ভালো হলেও খরচের তুলনায় মিলছে না আশানুরূপ দাম। সার-বিদ্যুতের চড়া দামে উৎপাদন খরচ কিভাবে পুষিয়ে নেবেন সে নিয়ে চিন্তিত চাষীরা
চলতি মৌসুমের বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত নওগাঁর কৃষক। এবছর ফলন ভালো হলেও বাজারে মিলছেনা দাম। এতে চরম হতাশ কৃষকরা।সার- বিদ্যুতের দাম বেড়ে এবার ধান চাষে খরচ হয়েছে বেশি, ধান কাটতে শ্রমিকদের দিতে হচ্ছে বাড়তি টাকা। ফলে গেলো বছরের তুলনায় এবছর ধানের দাম বেশি চান চাষীরা।
জেলার হাটগুলোতে প্রতি মণ জিরা জাতের ধান বিক্রি হচ্ছে ১১’শ থেকে ১২’শ টাকায়। আর ৯০ জাতের ধান বিক্রি হচ্ছে গড়ে ১৪’শ টাকা পর্যন্ত। তবে এই দামে খুশি নন চাষীরা।
গেলো কয়েক বছরের তুলনায় চলতি বছর আবহাওয়া অনকূল থাকায় ধানের ফলন আশানুরূপ হয়েছে। দামও লাভজনক বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
এ বছর জেলার প্রায় দুই লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে।