নওগাঁয় শুরু হলো আউস ধান কাটা ও মাড়াই

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
নওগাঁয় শুরু হলো আউস ধান কাটা ও মাড়াই।
দুপুরে জেলার রানীনগর উপজেলার কাশিমপুর মাঠে, শষ্য কাটার আনুষ্ঠানির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামসুল ওয়াদুদ। সংশ্লিষ্টরা জানান, আউসে প্রতি বিঘায় এবার ব্রি ধানের ফলন আসছে প্রায় ১৬ মন। চলতি সপ্তাহে পুরোদমে শুরু হবে কাটা ও মাড়াই। নতুন ধানে ভাল ফলন পেয়ে খুশি চাষিরা। বাজারে ন্যায্য দাম পাওয়ারও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। চলতি মৌসুমে জেলার ১১টি উপজেলায় এবার প্রায় ৬০ হাজার হেক্টর জমিতে আউসের চাষাবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন। অনুষ্ঠানে এলাকার চাষি ও কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।