নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে দেবে যাচ্ছে সড়কের দু’পাশ
- আপডেট সময় : ১১:১৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের বড় দুটি অংশ ভেঙ্গে গেছে ২ বার। দু’পাশ দেবে গিয়ে সড়ক জুড়ে তৈরী হয়েছে খানা খন্দক। সড়ক বিভাগ বলছে নতুন করে সড়ক সুরক্ষা দেয়াল নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। মাত্র দেড়বছর আগে আঞ্চলিক মহাসড়কটি আড়াইশ’ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি এবং এ অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ নেটওয়ার্ক সহজ করতে নির্মান করা হয় নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক। মাত্র দেড় বছর না পেরুতেই দেবে যাচ্ছে সড়কের দু’পাশ। স্থানীয়দের দাবি, দায়সারা পরিকল্পনা আর নিম্ন মানের কাঁচামালের ব্যবহারে সড়কের এই দশা। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দুর্ঘটনা ঘটছে হরহামেশা।
বেহাল সড়কের দায় নিতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। জানান, এ অঞ্চলের মাটি খুবই খারাপ। একটু পানি পেলেই দেবে যায় সড়ক। অন্যদিকে সড়ক রক্ষায় ৫৬ কোটি টাকার সুরক্ষা দেয়াল নির্মানের পরিকল্পনা হাতে নিয়েছে সড়ক বিভাগ। ২৫ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে আড়াইশ কোটি টাকা। সচেতন মহলের দাবী, সড়ক নির্মাণে করা হয়েছে দুর্নীতি। এমন দায়সারা কাজের জন্য সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। এই সড়ক নির্মানের ফলে ঢাকা-নওগাঁর দূরত্ব কমেছে অন্তত ৩০ কিলোমিটার।