নওগাঁ শহরবাসীর নতুন আতঙ্কের নাম ডেঙ্গু
- আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নওগাঁয় করোনা আতঙ্কের মধ্যেই ডেঙ্গু নিয়ে নতুন শংকায় শহরবাসী। এরইমধ্যে জেলায় নতুন নতুন আক্রান্তের সন্ধান মিলেছে। এমন পরিস্থিতিতে শহরের ড্রেন-নর্দমা পরিচ্ছনতা নিয়ে মাথাব্যথা নেই পৌর কর্তাদের। জমে থাকা দুর্গন্ধযুক্ত পানিতে মশার বংশ বিস্তার ঘটছে প্রতিনিয়তই।
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত দেশের প্রতিটি জেলার মানুষ। নওগাঁ শহরের উকিলপাড়া আবাসিক এলাকাবাসীও তার বাইরে নয়। এর একমাত্র ড্রেনটিতে এভাবেই মশার অবাধ বিচরণ। এমন অবস্থায় দুশ্চিন্তাগ্রস্ত তারা।
অন্য এলাকগুলোর অবস্থা আরও খারাপ। শহরবাসী বলছেন, মাঝেমধ্যে পরিষ্কারে নামলেও তা প্রতিনিয়ত হয়না। আবার যেসব এলাকায় ডাষ্টবিন নেই, সেসব এলাকার ময়লার অবস্থান ড্রেনে। ফলে জমে থাকা পানিতে তৈরী হয়েছে পচাদুর্গন্ধ। বাড়ছে মশার বিস্তার।
এমন পরিস্থিতিকে ভয়াবহতা নিয়ে শংকিত স্বাস্থ্য বিভাগ। বলছেন, ডেঙ্গু মশা বংশ নিধনে প্রয়োজনীয় পদক্ষেপের বিকল্প নেই।
তবে বাস্তবচিত্রের সাথে বেশ ফারাক মেয়রের বক্তব্যের। বলছেন, ড্রেনেজ ব্যবস্থার সংস্করণের পাশাপাশি শহর পরিষ্কারে নিয়মিত কাজ করছে পৌরসভা।
প্রথম শ্রেনীর নওগাঁ পৌর এলকায় দেড় লাখেরও বেশি মানুষ বসবাস করেন।