নগর উন্নয়নে নেয়া কর্মকান্ড অপরিকল্পিত: সৈয়দা রিজওয়ানা হাসান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ২৬৭৪ বার পড়া হয়েছে
নগর উন্নয়নে নেয়া কর্মকান্ড ‘অপরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ঢাকা মহানগরীকে গ্রীন সিটিতে পরিনত করতে সুশাসন নিশ্চিতের পাশাপাশি গাছ কাটা বন্ধ করতে হবে।
সকালে, রাজধানীর বিএফডিসি মিলনায়তনে নগর ব্যবস্থাপনায় সুশাসন’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, সুশৃঙ্খল নগরী তৈরীতে ২০টি মন্ত্রণালয়ের অধীনে ৫২টি সংস্থা কাজ করছে। নগরীবাসীর ভোগান্তি কমাতে সুশাসন ও পরিবেশ সংরক্ষন জরুরি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।