নগর ব্যবস্থাপনায় ব্যর্থ দুই সিটির মেয়র : ইকবাল হাবিব
- আপডেট সময় : ১০:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৭২০ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের সবচে সংকটজনক দিক। উন্নয়নের যাঁতাকলে পড়ে পরিবেশ দূষণ বাড়ছে। জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত জানান, প্রকৃতির এই রূঢ় আচরণের পেছনে আবহাওয়ার পরিবর্তন দায়ী। আর দেশের আবহাওয়ার পরির্তনের জন্য এয়ারকণ্ডিশনের মতো বিলাসী দ্রব্যের ব্যবহারকেও দায়ী করেন এই বিশেষজ্ঞ। ওদিকে, স্থপতি ইকবাল হাবিব বলেন, নগর ব্যবস্থাপনায় ব্যর্থ দুই সিটির মেয়র।
রাজধানীসহ সারাদেশে থেমে থেমে চলেছে তীব্র তাপদাহ। কখনো কখনো বৃষ্টির দেখা মিললেও নেই স্বস্তি। প্রকৃতির বিরূপ আচরণে গরম কমার কোন লক্ষণও নেই।
নগরের প্রায় অধিকাংশ এলাকা পরিবেশ বান্ধব নয় এমন উপকরণ দিয়েই সাজানোর চেষ্টা চলছে।
বনভূমি ধ্বংস করেই নির্মাণ করা হচ্ছে পার্ক ও রিসোর্ট। আর প্রকৃতির সাথে এমন আচরণের কারণে প্রতিশোধ নিচ্ছে প্রকৃতি।
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের এক গবেষণায় জানা গেছে, ২০২৩ সালে, ঢাকা মহানগরে ২০ এর জায়গায় রয়েছে মাত্র সাড়ে ৮ ভাগ সবুজ। যা নগরীকে দিন দিন ঝুঁকির মুখে ফেলবে।
(২০২৩ সালের তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরে ২০ ভাগ সবুজ এলাকা থাকা প্রয়োজন, সেখানে আছে সাড়ে ৮ ভাগের কম। -বুয়েট নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) (GFX)
জাতীয় প্রেসক্লাবে, জলবায়ু পরিবর্তন ও তাপ প্রবাহ প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারের আয়োজক জুম বাংলা।
সেমিনারে নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব অভিযোগ করেন, নগর নির্মাণে দুই সিটি কর্পোরেশনে ব্যবহৃত উপকরণ পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
বাংলাদেশের বর্তমান তাপদাহে প্রধান কারণ হিসেবে এয়ারকন্ডিশনকে দায়ী করছেন জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। এর ব্যবহারে সমানভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গরীব অসহায় মানুষই তাপদাহে বেশি ক্ষতিগ্রস্ত।
দেশের প্রকৃতি ও মানুষ বাঁচাতে নিজেদের উদ্যোগী হতে হবে বলে জানান বক্তারা।