নজরদারির অভাবে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একের পর এক দুর্ঘটনা
- আপডেট সময় : ০১:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
হাইওয়ে পুলিশ আর প্রশাসনের নজরদারির অভাবে যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এই মহাসড়কে ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার থাকলেও মানছেন না অনেক চালক। ফলে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এতে ক্ষুব্ধ যাত্রী, এলাকাবাসী ও নাগরিক সমাজ। যদিও হাইওয়ে পুলিশ বলছে, সড়কে গতি ও দুর্ঘটনা কমাতে চালকদের জরিমানার মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে।
দক্ষিনাঞ্চলের ২১ জেলায় যাতায়াতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার সড়কে নির্মিত হয়েছে হাইওয়ে এক্সপ্রেসওয়ে। ১১ হাজার ৩ কোটি টাকা ব্যয়ের এক্সপ্রেসওয়েটি ২০২০ সাল থেকে জনসাধারণ যাতায়াত করছে।
কিন্তু এই মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার। অথচ সরকারি এই আইনকে অমান্য করে ৯০ থেকে ১৪০ কিলোমিটার বেগে চলছে অধিকাংশ গাড়ি। ফলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন মানুষ।
হাইওয়ে পুলিশ বলছে, সড়কে যানবাহনের গতি কমাতে বসানো হয়েছে চেকপোস্ট। আর দেয়া হচ্ছে নিয়মিত মামলা।
পরিবহন চালকদের একাধিক ট্রিপের প্রতিযোগিতা আর পর্যাপ্ত বিশ্রামের অভাব, এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করে নাগরিক সমাজ।
গত তিন বছরে এই মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। আর হাইওয়ে পুলিশ মামলা দিয়েছে ৩৭শ’ টি।