নটরডেমের ছাত্র নিহতের ঘটনায় আজও রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৮:০০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি করেছে আন্দোলনকারীরা। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে দক্ষিণ সিটি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। এর আগে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেয়। এদিকে, সংবাদ সম্মেলনে ঘাতক চালককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি।
বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর মতিঝিল ও গুলিস্তান এলাকার সড়ক অবরোধ করে রাখে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। পরে বেলা ২টার দিকে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেয় তারা।
এ সময় নাঈম হত্যার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।
এসময় ঘাতকের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সড়কের দাবি জানায় আন্দোলনকারীরা।
এক ঘন্টারও বেশি সময় নগর ভবনের মূল ফটকে স্লোগান দিতে থাকে তারা। এক পর্যায়ে শিক্ষার্থীরা মূল ফটক খুলে ভেতরে ঢুকে পড়ে এবং মেয়রের সাক্ষাতের দাবিতে স্লোগান দিতে থাকে।
প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঘাতকের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে পল্টন থানায় এক সংবাদ সম্মেলনে ঘাতক চালককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল বিভাগের ডিসি আব্দুল আহাদ।
বুধবার রাজধানীর গুলিস্তান মোড়ে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান মারা যায়।