নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়াকে গ্রেপ্তার করেছে রেব। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রেবের পরিচালক- কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি জানান, ডিএসসিসির ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় ছায়া তদন্ত শুরু করে রেবের গোয়েন্দা দল। পরে অভিযান চালিয়ে গাড়ির চালক হারুন মিয়াকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। সিটি করপোরেশনের ওই গাড়িটি- চালক হারুনের নামে বরাদ্দ ছিল। তবে ঘটনার সময় তিনি গাড়িটি চালাচ্ছিলেন না। তাকে পল্টন থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এদিকে দাবি পূরণ না হলে রোববার ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সহপাঠীর অকাল মৃত্যুর প্রতিবাদে ক’দিন ধরেই রাজধানীর মতিঝিল, শাপলা চত্বর, জিরো পয়েন্ট, গুলিস্তান, ফার্মগেট, শান্তিনগর মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীর।