নতজানু পররাষ্ট্রনীতিই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারেনি : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৬:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
নতজানু পররাষ্ট্রনীতিই রোহিঙ্গা সংকটের সমাধান করতে পারেনি, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২১ আগষ্টের ঘটনায় সহযোগিতা না করেও ব্যানিফিসিয়ারি হয়েছে আওয়ামী লীগ বলেও মত তাঁর। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি আরো অভিযোগ করেন, ১৫ আগষ্ট ও ২১ আগষ্টের ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যে জিয়া পরিবারকে জড়ানো হচ্ছে।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এভাবেই অংশ নেন দলের মহাসচিব ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোহিঙ্গা প্রত্যাবর্তনে সরকারের নেয়া নানা কুটনৈতিক পদক্ষেপের সমালোচনা করেন।
১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনায় জিয়া পরিবারকে জড়িয়ে সরকারী দলের নেতাকর্মীদের বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।
২১ আগষ্টের মামলার তদন্ত কর্মকর্তা বার বার পরিবর্তনের অভিযোগ তোলেন তিনি। এসময় আরো অভিযোগ করেন, এ মামলায় আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতা করা হয়নি।
ক্রমাগত দুর্নীতির কারনে মানুষের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।