নতুন কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে প্রথম জয় পেলো মোহামেডান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নতুন কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে প্রথম জয় পেলো মোহামেডান। প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ জামালকে ৩-১ গোলে হারিয়েছে সাদা কালোরা।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকেই চেনা ছন্দে মোহামেডান। ঘরের মাঠে মোরসালিনের অসাধারণ গোলে ৩৪ মিনিটে লিড পায় ঢাকার ঐতিবাহী ক্লাবটি। চার মিনিট পর ম্যাচে সমতা আনে শেখ জামাল। বিরতির আগেই আবার মোহামেডানকে লিড এনে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। পেনাল্টি থেকে ব্যবধান বাড়ে সাদা কালোদের। পরে গোল পরিশোধে মরিয়া হয়ে চেস্টা চালালেও আর সাফল্য পায়নি শেখ জামাল উল্টো আরেকটি পেনাল্টি থেকে দলের বড় জয় নিশ্চিত করেন দিয়াবাতে। ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে মোহামেডান। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে শেঝ জামাল।