নতুন গান নিয়ে এলেন শুভ-সাবরিনা বশির

- আপডেট সময় : ০৫:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
এ সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা বশির ও জিসান খান শুভ। নিয়মিত গান করছেন তারা। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে তারা নিয়ে এলেন ভালোবাসার গান। শিরোনাম ‘নীল আকাশ’। গানটির কথা ও সুর করেছেন শুভ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন সিমন আহমেদ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাবরিনা বশির-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে। গানটিতে মডেল হয়েছেন গায়ক-গায়িকা নিজেরাই। মনোরম লোকেশনে গানটি নির্মাণ করেছেন সময়ের তরুণ নির্মাতা মোহন ইসলাম।
এর আগেও একসঙ্গে বেশকিছু দর্শকপ্রিয় গান শ্রোতা-দর্শকদের উপহার দিয়েছিলেন শুভ-সাবরিনা। তারই ধারাবাহিকতায় নিয়ে এলেন নতুন গান। গানটি প্রকাশ্যে আসতেই শ্রোতামহলে বেশ সাড়া ফেলছে।
নতুন গান প্রসঙ্গে সাবরিনা বলেন, আমি সবসময় বেছে বেছে শ্রোতাদের চাহিদার গুরুত্ব দিয়ে কাজ করছি। এই গানটির কথাগুলো শ্রুতিমধুর। আমরা চেষ্টা করেছি সুন্দরভাবে গাইতে। গানটি প্রেমিক মনে একবার হলেও নাড়া দিবে। আশা করছি, ‘নীল আকাশ’ সবার মন ছুঁয়ে যাবে।
‘নীল আকাশ’ গানটি নিয়ে দুই শিল্পীই বেশ আশাবাদী। তাদের মতে, গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে এবং মনে জায়গা করে নিবে।