নতুন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশেষ অধিবেশন হয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্টে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নতুন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে বিশেষ অধিবেশন হয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্টে। মাত্র ১৩ মিনিটের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ‘শূন্য’ ঘোষণা করা হয় প্রেসিডেন্টের পদ।
এখন থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ‘মহামান্য’ শব্দে সম্বোধনে করা যাবে না। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ সিদ্ধান্ত জানিয়েছেন রনিল বিক্রমাসিংহে। প্রেসিডেন্টের আলাদা পতাকা বিলুপ্তির ঘোষণাও দেন তিনি। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে পড়ে শোনানো হয় গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্র। আগামী বুধবার হবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন। স্পিকার জানান, ১৯ জুলাই ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থীদের নাম। ওই দিন সকাল ১০টার মধ্যে প্রার্থীদের নাম জমা দিতে হবে। ক্ষমতাসীন দলের প্রার্থী অন্তর্বর্তী প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ।