নতুন বছরকে স্বাগত জানাতে সাংগ্রাই উৎসবকে ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ
- আপডেট সময় : ০৭:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
নতুন বছরকে স্বাগত জানাতে আজ থেকে শুরু হওয়া মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবকে ঘিরে পাহাড়ে উৎসবের আমেজ। গ্রাম গুলোতে চলছে নানা আয়োজন, শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ-তরুণীরা ।
পার্বত্যাঞ্চলে বসবাসরত মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা জনগোষ্ঠী পালন করে এই সাংগ্রাই উৎসব। এই উৎসবকে ঘিরে মারমা পল্লীগুলোতে মারমা তরুণ-তরুণীদের মধ্যে বইছে আনন্দের উচ্ছাস।
১৫ এপ্রিল বর্ষবরণে পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান ও জল খেলি দিয়ে শেষ হবে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব।
উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্নে করতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, খাগড়াছড়িতে চলছে চাকমা সম্প্রদায়ের মূল বিজু উৎসব। সারাদিন চাকমাদের ঘরে ঘরে চলবে অতিথি আপ্যায়ন। বিজুর মূল আকর্ষণ পাচন। কমপক্ষে ৩২ প্রকার সবজি দিয়ে রান্না হয় এই পদ।