নতুন বছরের প্রথম দিনেই বিনামুল্যে নতুন পাঠ্য বই পাচ্ছে স্কুল-শিক্ষার্থীরা

- আপডেট সময় : ১০:৪০:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সারাদেশে নতুন বছরের প্রথম দিনেই নতুন পাঠ্য বই সরকারিভাবে বিনামুল্যে পাচ্ছে স্কুল-শিক্ষার্থীরা। কুমিল্লায় ১৭টি উপজেলার ১৫ লাখ শিক্ষার্থীকে সব বিষয়ে বিনামূল্যে শতভাগ নতুন বই দেয়া হবে। আর বগুড়ায় ৭১ লাখ নতুন পাঠ্য বই পাচ্ছে শিক্ষার্থীরা। সরকারী, বেসরকারী সব স্কুল, মাদরাসা আর কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে এসে পৌঁছেছে এসব বই। এখন সেসব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের অপেক্ষায় রয়েছে শিশু-কিশোররা।
১ জানুয়ারী কুমিল্লার প্রায় সাড়ে ৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ৭১ হাজার শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেয়া হবে। অপরদিকে, মাধ্যমিক, ভোকেশনাল, ইবতেদায়ী ও দাখিল স্তরের ১ হাজার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ লাখ ৯৩ হাজার শিক্ষার্থী পাবে নতুন বই। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কুমিল্লা জেলায় ১ কোটি ৪ লাখ চাহিদার বিপরীতে বই এসেছে ১ কোটি ৪১ লাখ। যা পহেলা জানুয়ারী বিতরণ করা হবে বলে জানালেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
প্রতি বছরের মত এবারও বগুড়ায় বই উৎসব হবে সব শিক্ষা প্রতিষ্ঠানে। মাধ্যমিক, দাখিল, এবতেদায়ি, ভোকেশনাল ও ইংলিশ মিডিয়ামে দেয়া হচ্ছে ৫০ লাখ ৭৭ হাজার বই। আবার প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেয়া হচ্ছে ২০ লাখ ৩৫ হাজার বই। বই বিতরণে কোন অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানালেন জেলা শিক্ষা অফিসার।