নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে এমটাই জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি পাঠ্যবইয়ে ভুল নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। তা সংশোধন করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে অনেক চাপের মধ্যে বইগুলো তৈরি করতে হয়। তারপরও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, যেন নতুন বইতে কোনো ভুলভ্রান্তি না থাকে।