নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তারিখ ঠিক করেছে শ্রীলঙ্কা
- আপডেট সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
প্রবল বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর রাজনৈতিক সঙ্কট এড়াতে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের তারিখ ঠিক করেছে শ্রীলঙ্কা। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিন সংসদ সদস্যরা সংসদে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। ১৫ জুলাই দেশটির সংসদ অধিবেশন বসবে। এমন তথ্য জানিয়েছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা। প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে বুধবার ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন। এরপরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পিকার। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট পদের নমিনেশনগুলো সংসদে উত্থাপন করা হবে। ২০ জুলাই সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে সবাই সিদ্ধান্ত নেয় দেশকে এগিয়ে নিতে একটি সর্বদলীয় সরকার গঠন করা অত্যন্ত জরুরি।শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে গতকাল সোমবার বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের একটি বিমানঘাঁটিতে নেয়া হয়। এরপর এদিন রাতেই তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে।