নতুন রূপে ফিরছে বগুড়ার ফতেহ আলী ব্রিজ
- আপডেট সময় : ০১:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
নতুন রূপে ফিরছে বগুড়াবাসীর বহুল প্রত্যাশিত ফতেহ আলী ব্রিজ। ৫৩ বছর পর আধুনিক আর দৃষ্টিনন্দন নকশায় ২০ কোটি টাকায় পুনঃনির্মাণ করা হচ্ছে ব্রিজটি। এতে শহরের সঙ্গে পূর্ব বগুড়ার তিন উপজেলার সড়ক যোগাযোগ বাড়বে। সেই সাথে বাড়বে শহরের সৌন্দর্য। বগুড়া থেকে জাকরিয়া
একাত্তুরের স্বাধীনতার আগে করতোয়া নদীর উপর নির্মাণ করা হয় ফতেহ আলী ব্রিজ। দীর্ঘ বছরে এটি হয়ে পড়ে চলাচলের অযোগ্য। ২০১৮ সালে ব্রীজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দু’পাশে খুঁটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। এরপর পুনঃনির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণকাজ উদ্বোধনের পর শুরু হয়েছে পুরনো ব্রিজ ভাঙার কাজ। ব্রীজটি নির্মাণ শেষ হলে ৪ উপজেলার ব্যবসা-বাণিজ্যসহ কৃষিক্ষেত্রে ঘটবে আরো উন্নয়ন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করে পায়ে চলার বিকল্প রাস্তা নির্মাণেরও দাবি এলাকাবাসীর।
গণমানুষের সুবিধার কথা চিন্তা করেই সেতুর উন্নয়ন করা হচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
ফতেহ আলী ব্রিজের দৈর্ঘ্য ২২৬ ফুট, প্রস্থ ৪০ ফুট আর মানুষের হেঁটে চলাচলের জন্য দু’পাশে থাকবে ৮ ফুট করে ফুটপাত। এক বছরের মধ্যেই শেষ হবে নির্মাণ কাজ।