নথি গায়েবের তদন্তে সচিবালয়ে সিআইডির ক্রাইম সিন
- আপডেট সময় : ০৭:৫২:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় আটকের পর ছয় জনকে সিআইডির হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে, চুরি হওয়া ফাইলে গোপনীয় কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর। দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। এ সময় অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেয়া হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, তদন্তের অংশ হিসেবেই এই কার্যক্রম চলছে। ফাইলের তথ্য অন্যান্য বিভাগেও রয়েছে বলে জানানো হয়। কেউই এখন সন্দেহের উর্ধ্বে নয় বলে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূর। স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় গেল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন উপসচিব নাদিরা হায়দার।