নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বেশী সময় লাগছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
টানা বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় লাগছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেড়েছে যানবাহনের চাপ। সকাল থেকে শত শত গাড়ী ফেরি পারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি পারাপারে বেশী সময় লাগছে। এতে দুই পাড়ে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। বিআইডব্লিউটিসি জানায়, ২০টি ফেরি থাকায় সন্ধ্যার আগেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে। অগ্রাধিকার ভিত্তিতে ছোট যান ও যাত্রীবাহী বাস পারাপার হচ্ছে। ট্রাফিক পুলিশের, পাটুরিয়া ঘাটের সর্বশেষ খবর অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে ঢাকামুখী ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পাটুরিয়া প্রান্তে ব্যক্তিগত যানবাহন, যাত্রীবাহী বাস মিলে শতাধিক ও ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।