নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো ঐতিহ্যবাহী বৈসাবি
- আপডেট সময় : ০২:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব। ধর্মীয়, সামাজিক রীতিনীতিতে সপ্তাহব্যাপী চলবে এই উৎসব। বাংলা নববর্ষের আগে এবং পরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে। নতুন বছরের সুখ শান্তি ও মঙ্গল কামনায় রয়েছে নানা আয়োজন। দুই বছর করোনার রুদ্ধশ্বাস পরিবেশ থেকে মুক্ত হয়ে এবার উৎসব আয়োজনে বাড়তি আগ্রহ পাহাড়ী মানুষের মাঝে।
উৎসবের রঙে পাহাড় সেজেছে বর্ণিল সাজ। বর্ষবিদায় ও বরণ ঘিরে পাড়ায় পাড়ায় চলছে আনন্দের আমেজ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’। করোনার কারণে গত দুই বছর সীমিত পরিসরে এই উৎসব পালন করা হলেও মহামারি কিছুটা স্থিতিশীল হওয়ায় এবারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ।পার্বত্য চট্টগ্রামে সম্প্রদায়ভেদে এই উৎসবের ভিন্ন নাম রয়েছে। সমতলের বাসিন্দাদের কাছে এই উৎসব বৈসাবি নামে পরিচিত । চাকমারা ফুল বিজুর দিনে নদী, ছড়া ও ঝরনায় ফুল ভাসিয়ে থাকে।পাড়ায় পাড়ায় চলছে বিভিন্ন ঐতিয্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রার্থনালয় গুলোতে চলছে প্রার্থনা।
পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর মিলনমেলা বৈসাবী উল্লেখ করে এই অনুষ্ঠানে সব পাড়া মহল্লায় খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের নিমন্ত্রন জানান এই কর্মকর্তা।
বৈসাবীতে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখার কথা বলছেন জেলা প্রশাসক
সর্বোচ্চ নিরাপত্তার ব্যাবস্থা রাখা হয়েছে বলে জানান, জেলা পুলিশ সুপার।
শান্তি ও সম্প্রীতির মধ্যেই কাটুক পাহাড়বাসীর আগামী দিনগুলো প্রত্যাশা সবার।