নদীপথে ভারতের সাথে বাংলাদেশের আরও একটি বাণিজ্যিক দ্বার উন্মোচন
- আপডেট সময় : ০২:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নদীপথে ভারতের সাথে বাংলাদেশের আরও একটি বাণিজ্যিক দ্বার উন্মোচন হয়েছে। চুক্তি সইয়ের সাড়ে তিন মাসের মধ্যেই গতকাল প্রথমবারের মতো কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের সোনামুড়ায় পরীক্ষামূলকভাবে সিমেন্ট রপ্তানি করা হয়েছে। গোমতী নদীর ন্যাব্য সংকটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলেও, তা দুর করে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালু করবে বিআইডব্লিউটিএ। ভারতীয় হাইকমিশনার বলেন, ভারত-বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।
শনিবার বিকেলে কুমিল্লার দাউদকান্দি থেকে ৯২ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়ায় পৌঁছায় সিমেন্ট বোঝাই ট্রলারটি। নৌপথে পন্য আমদানি-রপ্তানি শুরুর দিনটিকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছেন ভারতীয় হাইকমিশনার। এতে করে পন্য আনা-নেয়ার খরচ অনেক কম হবে বলে উল্লেখ করেন তিনি।
এই পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে নদীর নাব্য সংকটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা চিহ্নিত হয়েছে। দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে এটিকে সক্ষম নৌ-বানিজ্যের অন্যতম রুট হিসেবে গড়ে তোলা হবে বলে জানান, বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যান। প্রথম দিনে ১০টন সিমেন্ট রপ্তানির মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। দু’দেশের এই বাণিজ্যিক উদ্যোগে বাংলাদেশ লাভবান হবে বলে মনে করেন, এই ব্যবসায়ী নেতা। কুমিল্লার দাউদকান্দি থেকে আটটি উপজেলা পার হয়ে সরাসরি পন্য যাবে ভারতের ত্রিপুরায়।