নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত
- আপডেট সময় : ০১:০২:১৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজীতে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য মানুষ।
শনিবার বিকেলে মুহুরী নদীর পানি বিপদসীমার ২৯৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইতে থাকে। স্থানীয়রা জানায়, ভারিবর্ষণ ও পাহাড়ি ঢলের প্রবল চাপেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। ভাঙা স্থানগুলো দিয়ে তীব্র বেগে পানি ঢুকছে ফুলগাজী সদর ইউনিয়নের গ্রামগুলোতে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মুহুরী নদীর ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ও ঘনিয়া মোড়া, শাহাপাড়া, শ্রিপুরসহ অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। আকস্মিক বন্যায় দিশেহারা এলাকার মানুষ। বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, পুকুর ভেসে গেছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহির উদ্দিন জানান, পানির তোড়ে ভাঙ্গনের অংশ মেরামত করা যাচ্ছে না। পানি কমলে দ্রুত বাঁধ সংস্কার করা হবে।