নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ
- আপডেট সময় : ০৯:৪৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
নরসিংদীতে জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কৃষি বিভাগ বলছে, সূর্যমুখী বীজের বাজার ও তেল তৈরীর মেশিন না থাকায় এই ফুল চাষের প্রসার সম্ভব হচ্ছেনা। তবে, খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকতে চান এই ফুল চাষে। এদিকে ক্ষেতজুড়ে সূর্যমুখী বাগানের হলুদ সবুজের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভীড় করছে শত শত সৌন্দর্য পিপাসু। এছাড়া এসব বাগানকে ঘিরে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র।
নরসিংদী জেলায় সূর্যমুখী ফুলের চাষ হয়েছে ১৭ হেক্টর জমিতে। সবচেয়ে বেশি চাষ হচ্ছে নরসিংদী সদর, পলাশ ও রায়পুরা উপজেলায়।কৃষকরা বলছেন, বিঘা প্রতি ৪০ হাজার টাকা খরচ করলে আয় হবে প্রায় দ্বিগুণ । একদিকে যেমন সূর্যমুখীর বীজ, তেল ও খৈল বিক্রি করা যায় অন্যদিকে, এই সূর্যমুখীর বাগানকে ঘিরে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র।
ক্ষেতজুড়ে সূর্যমুখী ফুটে ওঠায় সবুজের বুকে হলুদের সৌন্দর্য দেখতে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে ভীড় করছে শত শত সৌন্দর্য পিপাসু।
সূর্যমুখী ফুলচাষে উদ্বুদ্ধ করতে প্রণোদনা পূনর্বাসন প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে সূর্যমুখী ফুলের বীজ ও সার দেয়াসহ বিভিন্ন্ প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ।
ভোজ্য তেলের আমদানী নির্ভরতা কমাতে প্রণোদনা পূনর্বাসন প্রকল্পের আওতায় কৃষকদের জন্য নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।