নরসিংদীতে নির্মিত হচ্ছে নার্সিং কলেজ
- আপডেট সময় : ০৭:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
দক্ষ ও প্রশিক্ষিত নার্স তৈরীর জন্য নরসিংদীতে নির্মিত হচ্ছে নার্সিং কলেজ। ইতোমধ্যে ১০তলা ভবনের ৬তলা নির্মাণ করা হয়েছে। এখনই ৬তলা ভবনটিই হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দক্ষ নার্স তৈরির পাশাপাশি স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে বলে আশা করে স্থানীয়রা।
২০১৯ সালের অক্টোবরে নরসিংদী ১শ’ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পাশে শুরু হয় নার্সিং কলেজ নির্মাণের কাজ। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের একটি প্রকল্পের মাধ্যমে কলেজটি নির্মাণ করছে নরসিংদী গণপূর্ত বিভাগ। ব্যয় ধরা হয়২০ কোটি টাকা। ভবনটি ১০তলা হওয়ার কথা থাকলেও আপাতত ৬তলা করেই হস্তান্তর করা হচ্ছে। নার্সিং কলেজ নির্মিত হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। বলছেন, এর ফলে বিভিন্ন হাসপাতালের দক্ষ নার্সের অভাব পূরণসহ সেবার মান বৃদ্ধি পাবে।
চিকিৎকরা বলছেন, কলেজ চালু হলে নরসিংদী ও আশপাশ জেলার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের মাধ্যমে সিনিয়র নার্স ও মিডওয়াইফারি হয়ে বের হয়ে নরসিংদীসহ সারাদেশেই জাতীয় পর্যায়ে ভাল সেবা দিতে পারবে। এতে স্বাস্থ্যখাতে আসবে আশাজনক পরিবর্তন ।
গণপূর্ত বিভাগ বলছে, ইতোমধ্যেই ৬ তলা ভবনের কাজ শেষ হয়েছে, এখন চলছে ফিনিশিংয়ের কাজ। চলতি বছরের জুনে ভবনটি হস্তান্তর করা হবে।
এই নার্সিং কলেজে প্রতি বছর ১শ’ জন নার্সিং ও ৫০ জন মিডওয়াইফারিতে ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।