নরসিংদীতে শুরু হয়েছে প্রায় ৬শ’ বছর পুরোনো ঐতিহ্যবাহী বাউল মেলা
- আপডেট সময় : ০৭:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
নরসিংদীতে শুরু হয়েছে প্রায় ৬শ’ বছর পুরোনো ঐতিহ্যবাহী বাউল মেলা।চলবে তিন দিন।শহরের কাউরিয়াপাড়ায় মেঘনা নদীর তীরে অবস্থিত বাউল আখড়াধামে সমবেত হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বাউল। মেলায় বাঙালির চিরচেনা মুখরোচক খাবারসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন গ্রামীণ ব্যবসায়ীরা। নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। কাল শেষ হবে মেলা।
প্রতি বছরই মাঘী পূর্ণিমায় বাউল ঠাকুরের আখড়াধামে এই মেলার আয়োজন করা হয়। প্রথমদিন গতকাল সকলের মঙ্গল কামনায় সকাল থেকে শুরু হয় যজ্ঞ, করা হয় প্রসাদ বিতরণ। মেলাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে শতাধিক বাউল সাধক। মরমী এ সাধকরা আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য মেলায় তুলে ধরেন মানব প্রেমের গান। এছাড়া পূণ্যস্থান, মহাযজ্ঞ ও পূজা-অর্চনায় যোগ দিতে ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ বাউল ঠাকুরের সমাধিতে প্রদীপ ও আগরবাতি জ্বালিয়ে পরিবার ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন। তবে করোনার কারণে এবার দেশের বাইরে থেকে কোন সাধক বা দর্শনার্থী আসেনি।
বাউল সাধকরা বলছেন, পাপমুক্ত-শুদ্ধ মানবজীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে পুনরায় মানবজীবন পৃথিবীতে আসার কামনায় এই আয়োজন করা হয়।
আয়োজকরা বলছেন, জগত ব্যাপী শান্তি কামনায় এই যজ্ঞ করা হয়। করোনা কারণে এবছর ৭দিনের বদলে ৩দিন ব্যাপী হচ্ছে বলে জানিয়েছেন তারা।
বাউল মেলায় দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা মুখরোচক নিমকি, জিলেপী, সন্দেশ, মিঠাই, দধি, মুড়ালি, পিঠাসহ রকমারি খাবার, খেলনা, গৃহস্থালীর আসবাবপত্র, মাটি ও বাঁশের তৈরি জিনিসপত্রসহ নানা ধরণের পণ্যের স্টল বসিয়েছেন।