নরসিংদীতে শেষ হলো সাতশ’ বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা
- আপডেট সময় : ০৭:১৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নরসিংদীতে শেষ হলো সাতশ’ বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা। শহরের কাউরিয়াপাড়ায় মেঘনা নদীর পাড়ের আখড়াধামে আয়োজিত এ মেলায় সমবেত হয়েছিলেন দেশ-বিদেশের শতাধিক বাউল। এ উপলক্ষে ছিলো মুখরোচক খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দোকান। এতে ভিড় জমান নানা বয়সী দর্শনার্থী।
প্রায় সাতশ’ বছর আগে নরসিংদীতে আবির্ভাব হয়েছিল এক বাউল ঠাকুরের। তিনি নিজেকে শুধু বাউল বলেই পরিচয় দিতেন। এজন্য তার প্রকৃত নাম জানেনা কেউ। শত শত বছর ধরে শহরের কাউরিয়াপাড়ায় মেঘনা নদীর তীরের আখড়াধামে অনুষ্ঠিত হয়ে আসছে এই বাউল মেলা।
এই বাউল উৎসব কে প্রথম শুরু করেন তার প্রকৃত তথ্য জানা নেই কারও। প্রতি বছরের মতো এবারও মেলা উপলক্ষে মেঘনা তীরের আখড়াধামে হাজির হয়েছেন শতাধিক বাউল সাধক। মরমী এ সাধকদের কাছে সাধনাই মূল ধর্ম। আত্মশুদ্ধি আর আত্মমুক্তির জন্য তুলে ধরেন মানব প্রেমের গান।
মেলা উপলক্ষে দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসেছেন দোকান নিয়ে। এতে পাওয়া যাচ্ছে বাঙালির চিরচেনা মুখরোচক খাবার, খেলনা, গৃহস্থালীর তৈজসপত্রসহ নানা জিনিসপত্র।
কোনো প্রকার প্রচারনা ছাড়াই প্রতি বছর ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠে এই বাউল মেলা। অন্যান্য বছর সাত দিন হলেও, করোনার জন্য এবছর মেলা বসেছে তিন দিন।