নরসিংদীর শিবপুরে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে সোনাইমুড়ির ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে মরদেহ দু’টি উদ্ধার করে শিবপুর থানা পুলিশ। তবে, দুইজনের নাম-পরিচয় জানতে পারেনি তারা। স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর এলাকার সোনাইমুড়িতে গলায় চাদর পেঁচানো দুটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে, ইটাখোলা হাইওয়ে ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিবপুর থানা কর্মকর্তা সালাহ উদ্দিন জানান, ঘটনার কারণ জানতে তদন্ত করা হবে।