নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ ডোজ টিকা এসেছে
- আপডেট সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কারণেই ২০ লাখ ডোজ টিকা এসেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আর করোনার টিকা কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় টিকা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এর আগে দুপুরে ভারতের মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমান বন্দরে এসে পৌঁছায় ভারত সরকারের উপহার হিসেবে দেয়া এই ভ্যাকসিন।
অবশেষে বাংলাদেশের হাতে ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে তুলে দিয়েছে ভারত। বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে আলাদাভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের কমিটমেন্টের ফলেই ভারতে টিকা বিতরণের মাত্র চার দিনের মধ্যেই টিকা পেয়েছে বাংলাদেশ।
টিকা কার্যক্রম পরিচালনায় আমাদের অভিজ্ঞতা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৬ থেকে ৭ দিনের মধ্যে এ টিকার ট্রায়াল শুরু হবে।
দিনটিকে একটি ঐতিহাসিক উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এই টিকা দেয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হলো।
এর আগে ২০ লাখ ডোজ টিকা নিয়ে মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটটি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর বিশেষায়িত পরিবহনে টিকাগুলো এনে রাখা হয় তেজগাঁওয়ের ইপিআই-র স্টোরে।