নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি
- আপডেট সময় : ০৮:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ২১১৬ বার পড়া হয়েছে
অনিয়ম, দুর্নীতি ও জঙ্গিবাদের অভিযোগ থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে দোষীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে ইউজিসি কার্যালয়ের সামনে এই দাবিতে মানববন্ধ করে সংশ্লিষ্টরা।
এতে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন ও এম এ কাসেম সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে প্রধান করে কমিশন গঠন করে দোষীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জন্য কম দামের জমি বেশি দামে কেনা হয়েছে। নিয়ম ভেঙ্গে ফান্ডের ৪০৮ কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর করেছেন বলেও অভিযোগ করা হয়। মঞ্জুরী কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তি, অতিরিক্ত বিভাগ খোলাসহ নানা অনিয়ম ও দুর্নীতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিপর্যস্ত বলেও মানবন্ধনে উল্লেখ করা হয়।