নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার রায় আজ
- আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার রায় আজ। দুই বছর আগে পায়েলকে বাস থেকে ফেলে দিলে নিহত হন তিনি।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান চাঞ্চল্যকর এ মামলার রায় আজ ঘোষণা করবেন। হানিফ পরিবহনের বাস চালক, তার সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে এই রায় দেয়া হবে। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয় গত ৪ অক্টোবর। মামলার তিন আসামি হানিফ পরিবহনের বাসচালক জামাল হোসেন, সহকারী ফয়সাল হোসেন ও সুপারভাইজার জনি জামিনে ছিলেন। রায়ের তারিখ নির্ধারণের পর বিচারক তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠান। ২০১৮ সালের ২১ জুলাই রাতে দুই বন্ধুর সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল। ২৩ জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে পায়েলের লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ