নাইক্ষ্যংছড়িতে মর্টারশেলের আঘাতে রোহিঙ্গা কিশোরের মৃত্যু ও আহত ৫ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
নাইক্ষ্যংছড়িতে তিনটি মর্টারশেলের আঘাতে কিশোর রোহিঙ্গার মৃত্যু ও ৫ জন আহতের ঘটনায় সীমান্তে আবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আহত অন্য পাঁচজনের অবস্থাও গুরুতর। তারা কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা সকলেই কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা। উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কোনাপাড়া নোম্যান্স ল্যান্ডের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের পাশে শুক্রবার রাত আটটায় মর্টারশেল বিস্ফোরিত হয়। সীমান্তের এপারে এসে পড়েছিল ভারী অস্ত্রের গুলিও। তবে শনিবার সকাল থেকে গোলাগুলি ও মর্টারশেল ছোড়ার কোনো শব্দ শোনা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।জ