নাইজেরিয়ায় বন্দুকধারীরা একটি বাসে আগুন ধরিয়ে দিলে অন্তত ৩০ যাত্রী মারা যায়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গতকাল নাইজেরিয়ার সোকোটো রাজ্যে একটি বাসে বন্দুকধারীরা আগুন ধরিয়ে দিলে অন্তত ৩০ যাত্রী আগুনে পুড়ে মারা যায়। সাবোন বির্নি ও বোর্নো রাজ্যের গিদান বাওয়া গ্রামের সঙ্গে সংযোগকারী একটি সড়কে অতর্কিত এ হামলা চালায় বন্দুকধারীরা।
গ্রামবাসী জানায় তারা ঘটনাস্থলে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া বাসটি থেকে লোকজনকে উদ্ধার করে। বাসটিতে নারী-শিশুসহ অন্তত ৩০ জনের মরদেহ দেখতে পান তারা। পুলিশ জানায় এ হামলাকারীরাই গত বছর গ্রামবাসীর উপর সহিংস হামলা চালায় এবং একশর মতো শিক্ষার্থীকে অপহরণ করে।
পার্শ্ববতী দেশ মালি ও বুরকিনা ফাসোর মতো নাইজেরিয়াও জঙ্গিগোষ্ঠী আল কায়েদা ও আইএসের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।