নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র খেলাফত। এ সময় তারা সরকারের কাছে প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
মানব বন্ধনে নেতারা বলেন, প্রথম আলো জন্মলগ্ন থেকেই ভিন্ন শক্তির স্বার্থে ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকে ব্যবসা করছে। তারা দেশকে অস্থিতিশীল করতে কওমী মাদ্রাসা এবং আলেম সমাজের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশ করে। সবশেষ, তাদের অমানবিক ব্যবসায়িক স্বার্থে আয়োজিত কিশোর আলোর অনুষ্ঠানে শিক্ষার্থী আবরার রাহাত মারা গেছে। তারা অভিযোগ করেন, তার মৃত্যুর পরও সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নাচ-গান অব্যাহত রাখা হয়েছিলো। অথচ আবরারকে যথাসময়ে চিকিৎসা দেয়া হলে এই মৃত্যু এড়ানো যেতো। মানব বন্ধনে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা ফয়জুল্লাহসহ ইসলামী ঐক্যজোট এবং ছাত্র খেলাফতের নেতারা উপস্থিত ছিলেন।