নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়েছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়েছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে।
ঝাড়খণ্ডের এ নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে হটিয়ে জয়ী হয়েছে কংগ্রেস-জেএমএম জোট। ৮১ আসনের মধ্যে কংগ্রেস-জেএমএম জোট পেয়েছে ৪৫টি আসন, আর বিজেপি পেয়েছে মাত্র ২৬টি আসন। এর আগে বিদায়ী বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গেলো পাঁচ বছর রাজ্য শাসন করেছে বিজেপি। তবে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর থেকেই চাপে রয়েছে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। ধারণা করা হচ্ছে, বিতর্কিত আইনটির কারণে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে রাজ্যটির সাধারণ জনগণ।