নাগরিকবান্ধব মহানগরীর প্রত্যাশা বরিশাল সিটির সাধারণ মানুষের
- আপডেট সময় : ০৮:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পিছিয়ে পড়া সবার জন্য একটি নাগরিকবান্ধব বরিশাল মহানগরীর প্রত্যাশা বরিশাল সিটির সাধারণ মানুষের। আরও সার্বজনীন এবং দায়িত্বশীল সিটি কর্পোরেশন প্রত্যাশাও করেন তারা। নগরীর নিরাপত্তা, নারী, যুব ও শিশু-বান্ধব নগরী, সুবিধাবঞ্চিত এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক শহর, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী, টেকসই অবকাঠামো নির্মাণ ও নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নাগরিক প্রত্যাশাগুলো জানান তারা।
কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত বরিশাল মহানগরীতে ৬ লাখ মানুষের বসবাস। নগরবাসীর অভিযোগ, বিগত দিনে ৪ মেয়রের আমলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাই নব নির্বাচিত মেয়রের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক।
কিন্তু মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত কি পারবেন প্রত্যাশা পুরন করতে- এমন প্রশ্ন সাধারণ মানুষের।
জলাবদ্ধতা নিরসনসহ একটি সুশৃঙ্খল, সন্ত্রাসমুক্ত নগরী চান তারা। নতুন প্রজন্মের আশা কর্মসংস্থান, আইটির উপর গুরুত্ব দেবে নতুন মেয়র। একটি পরিচ্ছন্ন নগরী গঠনের প্রত্যাশা নগরবাসীর।