নাগোরনো-কারাবাখ অঞ্চলে আবারও ব্যাপক সংঘাত
- আপডেট সময় : ০৯:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আবারও যুদ্ধে জড়িয়েছে দুই প্রতিবেশী দেশ আর্মেনিয়া এবং আজারবাইজান। গত দুইদিনে এ যুদ্ধে উভয়পক্ষের প্রায় ৯৯ সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের ৪৯ জন আর্মেনিয়ার এবং ৫০ জন আজারবাইজানের। এর আগে, সংঘর্ষের পর তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার অর্ধশত সেনা নিহত হওয়ার কথা জানা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আজারবাইজানের সেনা নিহতের তথ্যও সামনে এসেছে। এমন পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
আন্তজার্তিক গণমাধ্যমগুলো আজ এ খবর প্রকাশ করেছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, এ যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছে। আর আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষে তাদেরও ৫০ সৈন্য নিহত হয়েছে। প্রতিবেশী এই দেশ দু’টি একে অপরের সঙ্গে তিন দশক ধরে নিয়মিত সংঘর্ষ চালিয়ে আসছে। গতকাল রাশিয়া বলেছে, সংঘর্ষ বন্ধে যুদ্ধবিরতির জন্য তারা মধ্যস্থতা করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে। ব্লিনকেন উভয় পক্ষকে বিরোধিতা নিরসনের আহ্বান জানিয়েছেন।