নাটোরের সিংড়ায় ট্রাকের চাঁপায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় ট্রাকের চাঁপায় মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
দুই বন্ধু রায়হান ও গিয়াস উদ্দিন ফরিদপুর থেকে বেড়াতে আসে সিংড়ার পিপুলসর গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে। এ সময় তারা মোটর চালক সবুজ হোসেনকে ভাড়া করে সিংড়া থেকে বিনগ্রাম যাওয়ার পথে মোটর সাইকেলের সামনে মানুষিক ভারসাম্যহীন এক নারী চলে এলে তাকে বাঁচানোর চেষ্টা করে মোটর সাইকেল চালক। এ সময় তারা মোটর সাইকেল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে যায়। পরে পিছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।