নাটোরে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্য গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া থেকে ইমো হ্যাকার চক্রের ১২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিং-এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণা চালিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের সূত্র ধরে স্বপ্রনোদিত হয়ে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সাইদ পুলিশকে মামলা রেকর্ড করায়। মামলার প্রেক্ষিতে পুলিশ গতরাতে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।