নাটোরে শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নাটোরের শহীদ মিনার থেকে একটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল ৮টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে শহীদ মিনার থেকে বোমাটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ও রেব সদস্যরা এলাকাটি তাদের নিয়ন্ত্রণে নেয়। তারা ঘটনাস্থল থেকে বোমাটি উদ্ধার করে। পরে, তা পরীক্ষা-নিরীক্ষা করে পাশের একটি ইটভাটায় নিয়ে নিস্ক্রিয় করা হয়। এ সময় বিকট শব্দে ভারী হয়ে ওঠে আশপাশের এলাকা। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। পুলিশ বলছে, এলাকায় বিশৃঙ্খলা এবং আতঙ্ক সৃষ্টির জন্য কোনো দুস্কৃতিকারী এমন ঘটনা ঘটিয়েছে।