নাটোর সুগার মিলে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ৪’শ টাকা
- আপডেট সময় : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
নাটোর সুগার মিলে আখ মাড়াই মৌসুমে প্রতি কেজি চিনির উৎপাদন খরচ হয়েছে ৪’শ টাকা। ৩৭ বছরে মাত্র তিন-চার বছর লাভের মুখ দেখলেও সঠিক নজরদারির অভাবে লোকসানে পড়ছে মিলটি। যন্ত্রাংশ পুরাতন হওয়াসহ বিভিন্ন কারণে লোকসানের দাবি মিল কর্তৃপক্ষের।
নাটোরের ভারী শিল্প-কারখানার মধ্যে নাটোর সুগার মিল অন্যতম। পৌর শহরের জংলী এলাকায় ১৯৮৫ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি নানা কারণে এবারেও বড় লোকসানের মুখে নাটোর সুগার মিল।
মিল কতৃপক্ষের অনিয়ম, অব্যাবস্থাপনা ও চরম দূর্নীতিই লোকশানের মুল কারণ জানিয়ে মিলটি আধুনিকায়নের দাবি জানান শ্রমিক নেতারা।
মিলে পুরাতন যন্ত্রাংশ ও কাঁচামালের অভাবও লোকসানের আরেকটি কারণ বলে উল্লেখ করেন কারখানা শ্রমিক।
সঠিক সময়ে পাওনা না পেয়ে ক্রমশ্ব আগ্রহ হারাচ্ছে চাষীরা। পাওয়ার কাঁসারে অধিক লাভে আখ বিক্রি করে খুশি তারা।
২০২১-২২ মাড়াই মৌসুমে মাত্র ৪২ দিন কাজ চলেছে মিলে। এই সময়ে উৎপাদিত চিনির বর্তমান বাজার মূল্য ২৮ কোটি টাকা।আর উৎপাদন খরচ হয়েছে ১২৫ কোটি টাকা।
এবছর নাটোর সুগার মিলে চিনির উৎপাদন হয়েছে অনেক কম। গত বছর প্রতি কেজি চিনির উৎপাদন খরচ ছিলো ১৭০ টাকা। সব মিলিয়ে চলতি বছর প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হয়েছে ৪শ’ টাকা।
কাঁচা মাল ক্রয় বাবদ ১৯ কোটি, ইক্ষু সেন্টারের আখ লোড আনলোড ও আনুষঙ্গিক খরচ বাবদ ৬০ লাখ, উৎপাদন সামগ্রী খরচ ৮৭ লাখ, মৌসুমি শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৬ কোটি ৭৫ লাখ, স্থায়ী শ্রমিক কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ২৬ কোটি ৫৭ লাখ, বীমা ৩০ লাখ, মিলের পুরাতন যন্ত্রাংশ ও গ্যারেজের যন্ত্রাংশ মেরামত বাবদ ২ কোটি ৮০ লাখ, আরও বিভিন্ন খাতে ৩৩ লাখ টাকাসহ ৮টি খাত ও অন্যান্য খাতসহ মোট খরচ-১২৫ কোটি টাকা।