নাড়ীর টানে বাড়ি ফিরছে নগরবাসী
- আপডেট সময় : ০১:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ দ্বিগুণের আশঙ্কা করলেও তেমন কিছু ঘটেনি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভোগান্তি এড়াতে ঈদের ছুটির আগেই বাড়ি ফিরতে শুরু করেছে নগরবাসী। বেলা বাড়ার সাথে সাথে গাবতলী, শ্যামলী, কল্যাণপুর বাস কাউন্টারে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের।
নাড়ীর টানে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীতে বসবাসরত মানুষ। যার যার সাধ্যমত পরিবারের সংগে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান সবাই।
ঘরমুখো যাত্রীরা জানান, ঈদের আগের বাড়তি চাপ এড়াতে আগে ভাগেই রাজধানী ছাড়ছেন তারা।
বাসের বাড়তি ভাড়া আদায় নিয়েও বরাবরের মত এবারও অভিযোগ করেন টিকিট কিনতে আসা মানুষ।
এদিকে বাড়তি ভাড়া আদায় ও সিডিউল বিপর্যের অভিযোগ থাকলেও যাত্রীদের এমন দাবির পেছনে নিজেদের পুরনো যুক্তি খাড়া করেন পরিবহন সংশ্লিষ্টরা।
তবে সড়কে নৈরাজ্য ও টিকিট কালোবাজারি রুখতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ঈদের সময় যাতায়াত করেন প্রায় বিশ হাজার মানুষ। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এমনই প্রত্যাশা সবার।